গাজার মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলের রান্তিসি হাসপাতালে সালেহ আল-সাকাফি নামে এক শিশু খাদ্য, অপুষ্টি ও পানিশূন্যতায় মৃত্যুবরণ করেছে।
গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, চলমান মানবিক বিপর্যয়ের মধ্যে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছে ৫১ শিশু।
আল-জাজিরার বরাতে জানা যায়, গত ২ মার্চ থেকে ইসরাইল গাজায় পূর্ণ অবরোধ আরোপ করেছে। এর ফলে খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা পুরোপুরি বন্ধ রয়েছে। এই অবরোধে সবচেয়ে ঝুঁকিতে পড়েছে নারী ও শিশুদের জীবন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে, গাজায় পাঁচ বছরের কম বয়সী প্রায় ৩,৩৫,০০০ শিশু তীব্র অপুষ্টির কারণে চরম মৃত্যুঝুঁকিতে রয়েছে।
এছাড়া, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের অব্যাহত হামলায় গত ৪৮ ঘণ্টায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৭৫ জন। ধ্বংসস্তূপ থেকে এ সময় আরও ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল থেকে ইসরাইলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি। বিকালে গাজা শহরের দারাজ এলাকায় হামলায় ২ জন এবং খান ইউনিসের দক্ষিণাঞ্চলে আরেক হামলায় ১ জন নিহত হন।
এভাবে ১৮ মার্চ যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ২,৩৯৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৬,৩২৫ জন আহত হয়েছেন।
সবশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫২,৪৯৫ জনে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৮,৩৬৬ জনে।
সূত্র: আল-জাজিরা
এসআর
মন্তব্য করুন: