সিন্ধু নদে ভারত যদি কোনো ধরনের বাঁধ বা অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়, তবে সেটিকে ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ হিসেবে বিবেচনা করে জোরালো প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান—এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন টকশো ‘নয়া পাকিস্তান’-এ তিনি বলেন, “ভারত যদি সিন্ধু নদে কোনো কাঠামো নির্মাণের চেষ্টা করে, আমরা তা প্রতিহত করব। এটি আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন।”
এই মন্তব্য এমন সময় এলো, যখন কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি।
এই প্রেক্ষাপটে দু’দেশ পরস্পরের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং ওয়াঘা-অটারি সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দেয়।
পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে এবং শিখ তীর্থযাত্রী ছাড়া ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত করে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আধুনিক আগ্রাসনের রূপ বদলেছে। গোলাবারুদের বাইরে এখন পানি আটকে দেওয়া, জনগণকে অনাহারে বা তৃষ্ণায় ফেলাও যুদ্ধের এক রূপ।”
তিনি আরও বলেন, ভারত আন্তর্জাতিক মহলে কাঙ্ক্ষিত সমর্থন পায়নি এবং কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পাকিস্তান এই ইস্যুতে কূটনৈতিক ও আন্তর্জাতিক ফোরামে অবস্থান তুলে ধরবে বলে জানান তিনি।
খাজা আসিফ বলেন, “সিন্ধু পানি চুক্তির যেকোনো লঙ্ঘনের বিরুদ্ধে পাকিস্তান কৌশলগতভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং আন্তর্জাতিক অংশীদারদের কাছে বিষয়টি তুলে ধরবে।
এসআর
মন্তব্য করুন: