[email protected] মঙ্গলবার, ২০ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

টানা আট রাত ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, কূটনৈতিক উত্তেজনা চরমে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ মে ২০২৫ ১২:০৮ পিএম

ফাইল ছবি

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা অষ্টম রাতেও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে।

বৃহস্পতিবার রাতে সংঘটিত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এনডিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, বিনা উসকানিতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুরের ভারতীয় পোস্টগুলো। পাল্টা জবাবে ভারতীয় সেনারাও গুলি ছোড়ে। এ নিয়ে গত আট রাত ধরে ৭৪০ কিলোমিটার এলওসি জুড়ে সংঘর্ষ চলেছে।

তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এদিকে, সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। ওই ঘটনায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই পর্যটক। হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন, যা লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়।

এই হামলার জেরে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। পাশাপাশি উভয় দেশ ৪৮ ঘণ্টার মধ্যে একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

পেহেলগামের হামলাকে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর