[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫ ১০:৩৬ পিএম
আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১০:৩৭ পিএম

সংগৃহীত ছবি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে কাতার থেকে যাত্রা করে তিনি রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছান দুপুর সোয়া ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টা)।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

রোমে পৌঁছানোর পর বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি সেন্ট পিটার স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পোপের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে পুনরায় সেন্ট পিটার স্কয়ারে যাবেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রোম ত্যাগ করবেন এবং সোমবার (২৮ এপ্রিল) ভোরে দেশে ফেরার কথা রয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর