[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

উত্তেজনার মধ্যেই পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ৭ সেনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫ ১০:২৬ পিএম

সংগৃহীত ছবি

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার মাঝেই নতুন করে রক্তাক্ত হলো পাকিস্তানের বেলুচিস্তান।

প্রদেশটির রাজধানী কোয়েটার কাছে এক ব্যস্ত সড়কে সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে সংঘটিত ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, শুক্রবার সকালের দিকে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকান ও গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়।

আহত সেনাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এই হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, এই ঘটনার একদিন আগেই বেলুচিস্তানের কালাত এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণে তিনজন নিহত হন। তবে সে ঘটনার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি।

বহুদিন ধরেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'বালুচ লিবারেশন আর্মি (BLA)' সহ একাধিক জঙ্গি গোষ্ঠী সক্রিয়।

তারা নিয়মিতভাবে সেনা ও সরকারি স্থাপনাকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে। ধারাবাহিক এ হামলা প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর