[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫ ১২:৩৯ পিএম

সংগৃহীত ছবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

পরিস্থিতির জেরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার রাতের দিকে জম্মু ও কাশ্মিরে এলওসি বরাবর ভারতীয় সেনা চৌকির দিকে গুলি চালায় পাকিস্তানি সেনারা।

জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। সেনা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সেনা কর্মকর্তারা জানান, "ছোট অস্ত্র ব্যবহার করে কিছু জায়গায় গুলি চালানো হয়েছিল এবং আমরা যথাযথভাবে এর জবাব দিয়েছি।"

তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং দেশটির সংবাদমাধ্যমেও গোলাগুলির তথ্য উঠে আসেনি।

এই গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটল, যখন কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। এই ঘটনায় দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একাধিক কড়া সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ওয়াঘা-আটারি সীমান্ত চৌকি বন্ধ ঘোষণা, দুই দেশের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার, এবং একে অপরের নাগরিকদের দেওয়া বিশেষ ভিসা বাতিল।

ভারত ‘সার্ক ভিসা ছাড়’ প্রকল্পে পাকিস্তানি নাগরিকদের দেওয়া বিশেষ ভিসা বাতিল করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় নাগরিকদের একই ধরনের ভিসা বাতিল করে।

এছাড়া, ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিলে, পাকিস্তানও ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার কথা জানায়। পাশাপাশি, ইসলামাবাদ ভারতীয় বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।

চলমান এই উত্তেজনার মধ্যে দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর