[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের তিন খাতে সহায়তা করবে ইতালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫ ১:২৪ এএম

ফাইল ছবি

বাংলাদেশে অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধ, নিরাপত্তা খাতে সহযোগিতা এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দেবে ইতালি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও অ্যালেসান্দ্রোর সঙ্গে বৈঠকে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৈঠকে ৫-৬ মে তারিখে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথু পিয়ান্তেডোসির আসন্ন বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়।

সফরে অবৈধ অভিবাসন প্রতিরোধ, পুলিশ ও বিজিবিকে প্রশিক্ষণ, জনশৃঙ্খলা বজায় রাখা ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইতালি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দেশটির অর্থনীতিতে অবদান রাখা প্রায় ২.৫ লাখ বাংলাদেশি দক্ষ কর্মীর মাধ্যমে রেমিট্যান্স বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, আসন্ন সফরের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর