চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এক ঝুড়ি তাজা আম পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত চীন সফর পরবর্তী পর্যালোচনা বৈঠকে তিনি এই আগ্রহের কথা জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে কৃষি-বাণিজ্য নিয়ে গঠনমূলক আলোচনা হয়। চলতি মৌসুমেই বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে এবং আগামী বছর কাঁঠাল রপ্তানি পরিকল্পনা বাস্তবায়িত হবে।
অধ্যাপক ইউনূস বলেন, “আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট শি’র জন্য এক ঝুড়ি আম পাঠাতে আগ্রহী।”
বৈঠকে পাট রপ্তানি সম্প্রসারণ ও লোকোমোটিভ খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম ও সৈয়দপুরে লোকোমোটিভ তৈরির কেন্দ্র স্থাপন এবং প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার বিষয়ে আলোচনা হয় এবং জানানো হয়, চলতি বছরের জুনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনের বাণিজ্যমন্ত্রী অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফর করবেন এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখবেন।
বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, “চীনা বিনিয়োগকারীদের কেন্দ্রে রেখে একটি ক্ষুদ্র বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হবে।”
এছাড়া প্রধান উপদেষ্টার সফরকালে প্রস্তাবিত বাংলাদেশে ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ এবং চট্টগ্রামে একটি বিশেষ বার্ন ইউনিট স্থাপনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন।
চীনা রাষ্ট্রদূত আরও জানান, কুনমিং-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে অগ্রগতি হচ্ছে এবং বাংলাদেশি রোগীদের জন্য মেডিকেল ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, প্রধান সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।
এসআর
মন্তব্য করুন: