[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫ ২:১৬ এএম

ফাইল ছবি

তিন দিনের সফরে আজ বুধবার ঢাকা পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী।

এটি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে প্রথম উচ্চ পর্যায়ের সফর।

এই সফরে আলোচনার বিষয় হিসেবে থাকছে—বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়া, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাব, রোহিঙ্গা সংকট মোকাবেলায় সহযোগিতা এবং মিয়ানমারের বর্তমান পরিস্থিতি।

সফরকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, যিনি প্রথমে ঢাকায় পৌঁছাবেন।

পরে যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন ঢাকায় আসবেন।

সূত্র জানায়, ঢাকায় অবস্থানকালে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।

এরপর বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করবেন।

আগামীকাল বৃহস্পতিবার তাঁরা পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর