[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন নিহত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫ ১০:৫০ এএম

সংগৃহীত ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১৮ জন। এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় মোট ৫০ হাজার ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ—অনেকে ধ্বংসস্তূপে আটকে রয়েছেন, যাদের উদ্ধার করাও সম্ভব হচ্ছে না।

সোমবার বার্তাসংস্থা আনাদোলুর বরাতে এসব তথ্য জানা গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে। চলতি বছরের ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের আক্রমণ শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ হাজার ২০০ জনের বেশি।

জাতিসংঘ জানিয়েছে, চলমান সংঘাতে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো—যার মধ্যে রয়েছে হাসপাতাল, স্কুল, বাসাবাড়ি ও প্রয়োজনীয় সেবা—ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানালেও, চলমান অবরোধ ও সংঘাতের কারণে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর