যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় শুরু হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব।
মধ্যপ্রাচ্যের টান টান উত্তেজনার মধ্যে কূটনৈতিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটি।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানকে এক টেবিলে বসাতে ওমানের প্রচেষ্টা প্রশংসনীয়। রিয়াদ আশা করছে, এই সংলাপ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক যে কোনো বিরোধ নিরসনে সৌদি আরব সংলাপকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।”
এর আগে কাতার ও মিসরও এ আলোচনাকে স্বাগত জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী একটি ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গাজা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ সংলাপকেও ইতিবাচকভাবে দেখার কথা জানান।
এদিকে, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আহমেদ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করে ওমানে অনুষ্ঠিত আলোচনা নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, “মিসর বিশ্বাস করে, এই সংলাপ ভবিষ্যতের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।”
উল্লেখ্য, একটি নতুন পরমাণু চুক্তির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা সম্প্রতি ওমানের রাজধানী মাসকাটে এক দফা পরোক্ষ আলোচনায় বসেন। আলোচনা চালিয়ে যেতে দুই পক্ষ আগ্রহী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র।
এসআর
মন্তব্য করুন: