সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রোববার রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
চলতি বছরে দায়িত্ব গ্রহণের পর উপসাগরীয় অঞ্চলে এটি তার দ্বিতীয় সফর।
আরব নিউজের বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, এ সফরে প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি। তিনি এর আগেও একবার আমিরাত সফর করেছেন।
সানা জানায়, এই সফরে সিরিয়া ও ইউএইর মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আহমেদ আল-শারা তার প্রথম বিদেশ সফরে ফেব্রুয়ারিতে সৌদি আরব গিয়েছিলেন।
নতুন এই নেতৃত্ব সিরিয়ায় সুন্নি ইসলামপন্থি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর সহায়তায় ক্ষমতায় আসে। গত ডিসেম্বরেই প্রেসিডেন্ট আল-শারার নেতৃত্বে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরিয়ে দেওয়া হয়।
ক্ষমতায় আসার পর থেকেই আল-শারা নেতৃত্বাধীন সরকার আরব ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে উদ্যোগ নিচ্ছে। আমিরাত সফরকে সেই প্রচেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: