মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।
বৈঠকটি সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল। সেখানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারলে অর্থনৈতিক নীতিতে স্থিতিশীলতা আসবে।
ট্রাম্প বলেন, “চীনের সঙ্গে একটি চুক্তি হলে সেটি ভালো লাগবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, “দুই দেশের জন্যই ইতিবাচক কিছু করার সুযোগ রয়েছে।”
এছাড়া বৈঠকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “সংঘাত বন্ধের দিকে অগ্রগতি হচ্ছে। আমরা যুদ্ধ অবসানে অনেক দূর এগিয়েছি।”
বাণিজ্যনীতি প্রসঙ্গে ট্রাম্প জানান, শুল্ক থেকে প্রাপ্ত অর্থ জাতীয় ঋণ পরিশোধে ব্যবহারের পরিকল্পনা রয়েছে তার প্রশাসনের।
প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে ট্রাম্প বলেন, “আমরা প্রথম দেশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ চুক্তির খুব কাছাকাছি আছি।” তিনি যোগ করেন, “এমন চুক্তিই চাই যা আমেরিকার জন্য লাভজনক হবে।”
তবে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, চুক্তি না হলে ৯০ দিনের বিরতির পর উচ্চহারে শুল্ক আবারও কার্যকর করা হবে। তিনি সাফ জানিয়ে দেন, কোনো দেশ বা কোম্পানির জন্য ছাড় বিবেচনায় নেই।
এর আগে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করে। পাশাপাশি বিভিন্ন দেশের ওপর আরোপিত নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়।
এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাণিজ্য যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, “এ ধরনের যুদ্ধে কেউ জয়ী হয় না।” এর পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
এসআর
মন্তব্য করুন: