যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া বাকি সব দেশের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) তিনি এই ঘোষণা দেন।
বিশ্বজুড়ে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি বাণিজ্য অঙ্গনে অস্থিরতা সৃষ্টি করেছে। অনেক দেশ এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে। তবে এই স্থগিতাদেশের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যরত অধিকাংশ দেশ সাময়িকভাবে স্বস্তি পাবে।
চীনের ক্ষেত্রে অবশ্য শুল্ক আরও বাড়ানো হয়েছে। চীনা পণ্যের ওপর মোট শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ নির্ধারণ করেছেন ট্রাম্প।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশের ওপর পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।
এসআর
মন্তব্য করুন: