[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি অবরোধে গাজায় ৬০ হাজার শিশু চরম অপুষ্টিতে, বন্ধ ২১টি পুষ্টিকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫ ৭:৫১ পিএম

ফাইল  ছবি

ইসরায়েলের টানা অবরোধ ও হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকায় শিশুদের মধ্যে ভয়াবহ অপুষ্টি সংকট দেখা দিয়েছে।

খাদ্য ও চিকিৎসাসেবা সংকটে প্রায় ৬০ হাজার শিশু মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন স্থানীয় চিকিৎসক ও ত্রাণকর্মীরা।

বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, চরম অপুষ্টির কারণে এসব শিশুদের জীবন হুমকির মুখে রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর জারি করা বাস্তুচ্যুতির নির্দেশনার ফলে গাজায় ২১টি পুষ্টিকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এতে অন্তত ৩৫০ শিশুর চলমান চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিকে ‘গণহত্যামূলক আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে হামাস বলেছে, ইসরায়েল পরিকল্পিতভাবে শিশুদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সংগঠনটি ইসরায়েলি নেতাদের যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

হামাস আরও জানায়, প্রতি বছর ৫ এপ্রিল ফিলিস্তিনে শিশু দিবস পালিত হলেও এবার দিনটি এসেছে ভয়াবহ ট্র্যাজেডির প্রেক্ষাপটে। চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ১৯,০০০ শিশু নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭৪ জন নবজাতক ও ৮৭৬ জন এক বছরের কম বয়সী শিশু রয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন ফিলিস্তিনি নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। বিশেষ করে উত্তর গাজার শুজাইয়া এলাকায় ধারাবাহিক বিমান হামলায় ৮০ জন নিখোঁজ রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান আগ্রাসনে এ পর্যন্ত ৫০,৮১০ জন ফিলিস্তিনি নিহত ও ১,১৫,৬৮৮ জন আহত হয়েছেন। তবে ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬২,৭০০ ছাড়িয়ে যেতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর