বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বেগ আনতে, দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজশাহী থেকে সড়কপথে হিলিতে প্রবেশ করে তিনি পরবর্তীতে সীমান্ত পার হয়ে ভারতে যান। সেখানে তিনি ব্যবসায়ী এবং সীমান্তরক্ষী কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন আলোচনা করেন।
ভারতের কিছুক্ষণ পর বাংলাদেশে ফিরে আসার পর হিলি স্থলবন্দর সম্মেলন কক্ষে উপস্থিত থেকে কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অংশ নেন।
বৈঠকে মনোজ কুমার জানান, "ভারতের অংশে রাস্তাঘাট, কোয়ারেন্টাইন ও অন্যান্য প্রাসঙ্গিক কাজ চলছে।
এসব কাজ সম্পন্ন হওয়ার পর এই বন্দর দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি গতিকে আরও ত্বরান্বিত করবে।"
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু থাকা সত্বেও, দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।
এসআর
মন্তব্য করুন: