[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫ ১০:৩৭ এএম

ফাইল ছবি

আজ (বুধবার, ৯ এপ্রিল) থেকে বাংলাদেশে মহাকাশ-ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক তাদের সেবা পরীক্ষামূলকভাবে চালু করছে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলমান চার দিনব্যাপী 'বাংলাদেশ বিজনেস সামিট'-এর তৃতীয় দিনে এই পরীক্ষামূলক সেবার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিরা স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম সরাসরি উপভোগ করতে পারবেন। এই প্রযুক্তির মাধ্যমে পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারও করা হবে।

এর আগে, গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন প্রদান করে। তবে দেশে পূর্ণাঙ্গ ইন্টারনেট সেবা চালুর জন্য প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে পৃথক লাইসেন্স নিতে হবে।

গত ৬ মার্চ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে বিজনেস সামিটে অংশগ্রহণকারী চীন, কোরিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি বেশ কয়েকটি বিদেশি ব্যাংক অর্থনৈতিক উন্নয়ন সহায়তায় ঋণের প্রতিশ্রুতিও দিয়েছে।

সরকার ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নীতিগত শিথিলতা ও জ্বালানি খাতে সংস্কারের ঘোষণা দিয়েছে। সম্মেলনের তৃতীয় দিনে ড. ইউনূস দেশের ব্যবসা পরিবেশ এবং সম্ভাবনাগুলো তুলে ধরে সম্ভাব্য বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেবেন।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় স্টারলিংক প্রথম বাণিজ্যিক সেবা চালু করে ভুটানে। বাংলাদেশে এই প্রথম প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে তাদের সেবা চালু করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর