বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চিঠিতে ড. ইউনূস লিখেছেন, এই সময়ের মধ্যে বাংলাদেশ আমদানি বাড়িয়ে, শুল্ক কাঠামো সংস্কার করে এবং অন্যান্য বাণিজ্য উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য গড়ে তুলতে চায়।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বাংলাদেশই প্রথম দেশ হিসেবে বহু বছরের এলএনজি আমদানির চুক্তিতে সই করেছে।
পাশাপাশি, যুক্তরাষ্ট্রের তুলা, গম, ভুট্টা ও সয়াবিন আমদানি বাড়ানো, এসব পণ্যের জন্য ‘ডেডিকেটেড বন্ডেড ওয়্যারহাউজ’ চালুর উদ্যোগ গ্রহণ, এবং বিভিন্ন পণ্যে শুল্ক হ্রাস ও অশুল্ক বাধা দূর করার কাজ চলছে।
প্রধান উপদেষ্টা আরও জানান, বাংলাদেশে মার্কিন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক চালুর কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে, যা প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে।
চিঠির শেষাংশে ড. ইউনূস আশা প্রকাশ করেন, তিন মাসের মধ্যে এসব উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে। তাই পাল্টা শুল্ক স্থগিতের অনুরোধ বিবেচনায় নেওয়ার জন্য তিনি ট্রাম্পের প্রতি আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: