[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫ ২:০৭ পিএম

সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালিত হচ্ছে

এরই অংশ হিসেবে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে একদল তরুণ।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বিক্ষোভকারীরা বারিধারায় মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন। এতে সাময়িক সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মার্কিন দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। সেনা সদস্যদের উপস্থিতিতে মানবপ্রাচীর তৈরি করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “গাজার বিজয় হবেই। যতদিন পৃথিবী থাকবে, ততদিন ফিলিস্তিনের ভূমি ধ্বংস করা যাবে না।”

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ বলেন, “ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠনের সদস্যরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুনবাজারের দিকে আসে। তারা কিছুক্ষণ অবস্থান করার পর মিছিল শেষ করে চলে যাবে।”

এছাড়া সকাল থেকে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেও শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘ফ্রি ফিলিস্তিন’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর