[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই ট্রাম্প ও ইলন মাস্কবিরোধী বিক্ষোভ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫ ২:৩৫ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

৫ এপ্রিল (শনিবার) ‘ট্রাম্পের পদত্যাগ চাই’, ‘গণতন্ত্র মুক্তি পাক’সহ নানা স্লোগানে মুখর ছিল দেশটির রাজপথ। ইউরোপের কিছু দেশেও একযোগে বিক্ষোভ হয়েছে।

‘হ্যান্ডস অফ’ নামের এই দেশব্যাপী কর্মসূচিতে অংশ নেয় প্রায় দেড়শ অধিকারকর্মী সংগঠন। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ প্রধান শহরগুলোয় অনুষ্ঠিত হয় ১ হাজার ৪০০টির বেশি বিক্ষোভ সমাবেশ। সংগঠন ‘ইনডিভিজিবল’-এর তথ্যমতে, এ আন্দোলনে যোগ দিতে প্রায় ছয় লাখ মানুষ স্বাক্ষর করেছেন।

তিন দফা দাবি

বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিনটি মূল দাবি তুলে ধরেন: ১. ধনকুবেরদের আধিপত্য ও প্রশাসনিক দুর্নীতি বন্ধ
২. ‘মেডিকেইড’সহ সামাজিক নিরাপত্তা খাতে বাজেট কাটছাঁট না করা
৩. অভিবাসী, ট্রান্সজেন্ডার ও সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধ

ওয়াশিংটন ডিসিতে আয়োজিত প্রধান সমাবেশে ‘ইনডিভিজিবল’-এর সহপ্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, “এই বিক্ষোভের মাধ্যমে আমরা ট্রাম্প, মাস্ক ও তাদের রাজনৈতিক মিত্রদের জানিয়ে দিতে চাই—গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলা চলবে না।”

প্রতিবাদ আরও বিস্তৃত

লস অ্যাঞ্জেলেসে রঙিন পোশাকে বিক্ষোভকারীরা অংশ নেন মিছিলেও। ডেনভার, বাল্টিমোর, নিউইয়র্কের মতো শহরে সামাজিক নিরাপত্তা দফতর ও সরকারি ভবনগুলোর সামনে অবস্থান কর্মসূচি হয়। ম্যানহাটানে বিক্ষোভে অংশ নেওয়া শাইনা কেসনার বলেন, “বিশেষ সুবিধা পাওয়া একদল মানুষ পুরো দেশ নিয়ন্ত্রণ করছে—এটা মেনে নেওয়া যায় না।”

ডিওজিই ও মাস্কের ভূমিকা

বিক্ষোভের একটি কেন্দ্রবিন্দু ছিল ‘ডিওজিই’ (সরকারি দক্ষতা বিভাগ), যেটি ট্রাম্প পুনর্গঠন করে ইলন মাস্ককে নেতৃত্বে বসিয়েছেন। এই বিভাগ থেকেই ১ লাখ ২১ হাজার সরকারি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর