[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

গাজা থেকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হামাসের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫ ২:০৫ এএম

সংগৃহীত ছবি

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে একযোগে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামাস।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিরোধ করা সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্রের টুকরো আশকেলন ও গ্যান ইয়াভনে পড়েছে।

এতে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত তিনজন সামান্য আহত হয়েছেন।—খবর আল জাজিরা।

হারেৎজ পত্রিকার বরাত দিয়ে আল জাজিরা আরও জানিয়েছে, হামলার পর ইসরায়েল ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্তার মূল্যায়নে কাজ করছে।

এদিকে, গাজার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এক মাস ধরে ইসরায়েল পুরো গাজা উপত্যকায় অবরোধ আরোপ করে রেখেছে। খাদ্য, পানি ও চিকিৎসাসেবার অভাবে সেখানে মানবিক বিপর্যয় নেমে এসেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জেরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দেড় বছরেরও বেশি সময় ধরে চলা অভিযানে এখন পর্যন্ত গাজায় ৫০ হাজার ৬০৯ জন নিহত ও ১ লাখ ১৫ হাজার ৬৩ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফায় আবারও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে গত ১৫ দিনে নিহত হয়েছেন আরও ১ হাজারের বেশি ফিলিস্তিনি।

গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে ফিলিস্তিনের 'ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস' নামের একটি গোষ্ঠী বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার গাজাসহ গোটা ফিলিস্তিন এবং বিশ্বের বিভিন্ন দেশে এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, “ইসরায়েলি বাহিনীর ভয়াবহ অপরাধ ও গণহত্যার প্রতিবাদে প্রতিরোধের কণ্ঠস্বর জোরদার করতে হবে। আমরা বিশ্ববাসীর প্রতি এই ধর্মঘটে অংশ নিয়ে আমাদের সঙ্গে সংহতি প্রকাশের আহ্বান জানাই। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর