ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক সদ্য পাসকৃত 'ওয়াকফ সংশোধনী বিল ২০২৫'-এর ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
দলটির দাবি, এই বিল মুসলমানদের ওপর আরেকটি ‘মুসলিমবিদ্বেষী আঘাত’ এবং এর ফলে ভারতের মুসলিম জনগোষ্ঠী আরও ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন হয়ে পড়বে।
শনিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, "ওয়াকফ বিল ভারতের সংবিধান ও ফেডারেল কাঠামোর পরিপন্থী। মুসলমানদের শত শত বছরের জমি-জিরাত সংক্রান্ত ধর্মীয় স্থাবর সম্পত্তির ওপর এই বিলের মাধ্যমে গুরুতর আঘাত হানা হয়েছে।"
বিবৃতিতে আরও বলা হয়, ভারতের বিরোধী রাজনৈতিক দল এবং মুসলিম জনগোষ্ঠীর প্রবল বিরোধিতার মধ্যেও লোকসভায় বিলটি পাশ করিয়ে বিজেপি সরকার মুসলমানদের অধিকার খর্ব করার দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাইফুল হক অভিযোগ করেন, "ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ ও এমনকি তাদের বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের সুযোগ রেখে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ কায়েমের পথ সুগম করা হয়েছে। এতে ধর্মীয় স্বাধীনতা ও অধিকার হুমকির মুখে পড়বে। একইসঙ্গে রাজ্যের ওপর কেন্দ্রের হস্তক্ষেপ বাড়িয়ে ভারতের ফেডারেল কাঠামো দুর্বল করা হয়েছে।"
তিনি আরও বলেন, এই বিল বাস্তবায়িত হলে ওয়াকফ সম্পত্তি ব্যবহারের ভিত্তিতে স্বত্বাধিকারী হওয়ার অধিকারও বিলুপ্ত হয়ে যাবে, যা মুসলিম সম্প্রদায়ের ঐতিহাসিক অধিকারকে ক্ষুণ্ন করবে।
বিবৃতির শেষাংশে তিনি বিজেপি সরকারকে এই ‘মুসলমানবিদ্বেষী, বিভাজনমূলক ও সংবিধানবিরোধী’ নীতিমালা থেকে সরে আসার আহ্বান জানান এবং ভারতের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক কাঠামো রক্ষায় দেশটির সচেতন জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: