সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রিত এলাকায় ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার পর তুরস্ক ও ইসরাইলের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে।
পরিস্থিতির অবনতি হলে তা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমএএএন জানিয়েছে, দেশটিতে তুরস্ক-নিয়ন্ত্রিত অন্তত তিনটি বিমানঘাঁটি সম্প্রতি ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা তুরস্কের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেছে। এসব ঘাঁটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারার বাহিনীর সঙ্গে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইসরাইল হামলার আগে কোনো ধরনের সতর্কবার্তা দেয়নি। এমন সময়ে এ ধরনের আগ্রাসন চালানো হয়েছে যখন তুরস্ক যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার চেষ্টা করছিল যে, সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরাইলের জন্য হুমকি নয়। কিন্তু সম্প্রতি ইসরাইলের ধারাবাহিক ও বিস্তৃত বিমান হামলা—বিশেষ করে বুধবারের হামলা—দুই দেশের মধ্যে সিরিয়া ইস্যুতে মতপার্থক্যকে আরও জোরালো করেছে এবং সরাসরি সংঘাতের সম্ভাবনা উসকে দিয়েছে।
সিরিয়ার দুটি সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, তুরস্কের সেনাবাহিনী সম্প্রতি হোমস প্রদেশের টি-৪ ও তাদমুর বিমানঘাঁটি এবং হামা প্রদেশের প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছে। এসব পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল ঘাঁটিগুলোর অবকাঠামো ও কার্যক্ষমতা মূল্যায়ন করা।
পর্যবেক্ষকরা মনে করছেন, তুরস্ক-ইসরাইল সম্পর্ক বর্তমানে সংকটময় মোড় নিয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এসআর
মন্তব্য করুন: