[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৫ ১:৪৬ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনুস।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ জানান তিনি।

ড. ইউনুস বলেন, ঢাকায় থাই দূতাবাসের ভিসা প্রদানের সক্ষমতা সীমিত হওয়ায় বাংলাদেশি ভ্রমণকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডগামী নাগরিকরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দেন থাই প্রধানমন্ত্রী।

এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য, সমুদ্র যোগাযোগ, জাহাজ চলাচল ও বিমান পরিবহন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন ড. ইউনুস। তিনি চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে ভ্রমণের সময় ও খরচ কমানোর প্রস্তাব দেন। উল্লেখযোগ্যভাবে, এক দশক আগে চট্টগ্রাম ও চিয়াং মাইয়ের মধ্যে এয়ার এশিয়ার ফ্লাইট চালুর ইতিবাচক প্রভাব স্মরণ করেন তিনি।

বৈঠকে থাই প্রধানমন্ত্রী বিমসটেকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. ইউনুসকে শুভেচ্ছা জানান এবং আঞ্চলিক সহযোগিতায় তার নেতৃত্বকে স্বাগত জানান।

বৈঠকের শুরুতে ড. ইউনুস বাংলাদেশ-থাইল্যান্ডের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ায় প্রয়াত থাই রাজা ভূমিবলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর