[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৫ ১:৪৪ পিএম

সংগৃহীত ছবি

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।প্রায় অর্ধ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই বৈঠক “গঠনমূলক ও ফলপ্রসূ” হয়েছে। আলোচনায় সীমান্তে হত্যাকাণ্ড, তিস্তা নদীর পানি বণ্টন, এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পেয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।

উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সদস্য দেশগুলোর নেতারা বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর