[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের দ্বিতীয় ত্রাণ চালান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৫ ৩:৪৩ পিএম

সংগৃহীত ছবি

মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ পাঠিয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এ সহায়তা পাঠানো হয়।

ত্রাণ মিশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ইউনিট ও বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও চিকিৎসা দল কাজ করবে।

এ দলে ৫৫ জন উদ্ধারকর্মী ও চিকিৎসক রয়েছেন, পাশাপাশি তিনটি বিমানের ৩৭ জন ক্রু সদস্য সহায়তা দিচ্ছেন।

এই চালানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো হয়েছে আট টন শুকনো খাদ্য, আড়াই টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যবিধি সামগ্রী ও দেড় টন ত্রাণ তাঁবু।

এর আগে, রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে প্রথম দফায় ওষুধ, তাঁবু, শুকনো খাবার ও মেডিকেল টিমসহ জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর