[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ইসরাইলের অর্থমন্ত্রীর পদত্যাগ, উগ্র ডানপন্থী জোটে উত্তেজনা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৫ ৭:৫৩ এএম

ফাইল  ছবি

ইসরাইলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ সোমবার পদত্যাগ করেছেন, যা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকারের মধ্যে বিরোধ আরও গভীর করেছে।

যদিও স্মট্রিচ নেসেটে উগ্র ডানপন্থী রিলিজিয়াস জায়ানিজম দলের এমপি হিসেবে কাজ চালিয়ে যাবেন, তিনি এই দলের নেতৃত্বেও রয়েছেন।

তাঁর পদত্যাগের মূল কারণ ছিল নেসেট সদস্য জভি সুকটের পুনর্বহাল নিয়ে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে মতবিরোধ। এক বিবৃতিতে রিলিজিয়াস জায়ানিজম পার্টি ওতজমা ইয়েহুদিত পার্টির প্রধান বেন-গভিরকে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য দায়ী করেছে।

স্মট্রিচের পদত্যাগ ডানপন্থী জোটের মধ্যে চলমান বিরোধকে আরও উসকে দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ এবং নীতি নির্ধারণ নিয়ে জোটের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

তবে সরকার পতনের কোনো আশঙ্কা আপাতত নেই। গত সপ্তাহেই ইসরাইলি পার্লামেন্ট ২০২৫ সালের বাজেট অনুমোদন করেছে, যা জোট সরকারের স্থায়িত্ব নিশ্চিত করছে।

স্মট্রিচ গাজায় ইসরাইলি সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কট্টর সমর্থক ছিলেন এবং যুদ্ধবিরতির যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে আসছিলেন। তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে, কোনো ধরনের যুদ্ধবিরতি হলে তিনি মন্ত্রিত্ব ছাড়বেন।

এছাড়া, তিনি অধিকৃত পশ্চিমতীরকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের অংশ হিসেবে ঘোষণা এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী বসতি স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

স্মট্রিচের পদত্যাগ ইসরাইলি উগ্র ডানপন্থী জোটের অভ্যন্তরীণ টানাপোড়েনকে নতুন মাত্রা দিয়েছে, যা ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর