[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

বাংলাদেশসহ সোমবার ঈদ উদযাপন করবে ১৬টি দেশ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫ ১১:২৮ পিএম

ফাইল ছবি

চাঁদ দেখা সাপেক্ষে রোববার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ ১১টি মুসলিম দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

অন্যদিকে, সোমবার ঈদ উদযাপন করবে বাংলাদেশ, পাকিস্তান, মিসর, জর্ডান, সিরিয়া, ওমান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ১৬টি দেশ।

রোববার বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ এই ১৬টি দেশের সরকারি ঘোষণার ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে, শনিবার মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, আমিরাতসহ ১১টি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার সেখানে ঈদ উদযাপিত হয়।

এসব দেশ হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ) এবং ইরাক (কেবল কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।

অন্যদিকে, ইরান, মিসর, সিরিয়া, মরক্কো, তিউনিশিয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে রোববার ৩০ রমজান পালিত হবে এবং সোমবার ঈদ উদযাপিত হবে।

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া, পাশাপাশি পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত ও অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ উদযাপিত হবে।

ইরাকে সুন্নি এনডাওমেন্ট অফিস এবং দেশটির সর্বোচ্চ শিয়া কর্তৃপক্ষ গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির অফিস জানিয়েছে, সোমবার তারা ঈদ উদযাপন করবে। তবে কুর্দিস্তান রিজিওন্যাল গভর্নমেন্ট নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী রোববার ঈদ উদযাপন করেছে।

লেবাননেও দুই ভিন্ন সিদ্ধান্ত দেখা গেছে। সুন্নি কর্তৃপক্ষ রোববার ঈদ উদযাপনের কথা জানালেও শিয়া হায়ার ইসলামিক কাউন্সিল রোববার চাঁদ দেখার পর সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। অর্থাৎ তারা সোমবার ঈদ উদযাপন করবে।

সোমবার যে ১৬টি দেশ ঈদ উদযাপন করবে, সেগুলো হলো— বাংলাদেশ, ইরান, ওমান, মিসর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), তিউনিশিয়া ও লিবিয়া।

সূত্র: গালফ নিউজ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর