[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

যেসব দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫ ১২:১২ পিএম

ফাইল ছবি

মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে বিভিন্ন দেশে।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের দিন নির্ধারণ করা হয়, ফলে বিভিন্ন দেশে ঈদ পালনের তারিখ ভিন্ন হতে পারে।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রবিবার (৩০ মার্চ) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি সম্প্রদায়) এবং ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

অন্যদিকে, আগামীকাল সোমবার (৩১ মার্চ) বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মিশর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া সম্প্রদায়), তিউনিসিয়া ও লিবিয়ায় ঈদ উদযাপিত হবে।

বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলিম ইসলামিক চন্দ্র বর্ষপঞ্জি অনুসরণ করায়, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপনের তারিখে পার্থক্য দেখা যায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর