সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে দেশটিতে আগামীকাল রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
দেশটির সুপ্রিম কোর্ট শনিবার এক বৈঠকের পর এ ঘোষণা দেয়। খবর খালিজ টাইমসের।
খালিজ টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশগুলোতে রোববার খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ইন্দোনেশিয়ায় শনিবার ঈদের চাঁদ দেখা যায়নি। সে কারণে দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। একই ঘোষণা দিয়েছে ব্রুনাই, যেখানে এবার ২৯ দিন রোজা পালিত হচ্ছে।
অস্ট্রেলিয়াতেও পবিত্র ঈদুল ফিতরের দিন নির্ধারণ করা হয়েছে সোমবার (৩১ মার্চ)। দেশটির ফতোয়া পরিষদ শনিবার এ ঘোষণা দেয়।
বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রোববার (৩০ মার্চ) অনুষ্ঠিত হবে। ওই দিন বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার ঈদ উদযাপিত হবে। তবে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আগেই জানিয়েছে, বাংলাদেশে রোববার চাঁদ দেখা যাবে এবং সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শনিবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে পোস্ট করে জানায়, ‘বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।’
আপনার দেওয়া সংবাদটি আরও সংক্ষিপ্ত ও পরিপূর্ণভাবে মডিফাই করে দেওয়া হলো। যদি আরও কোনো পরিবর্তন প্রয়োজন হয়, জানাবেন!
এসআর
মন্তব্য করুন: