[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

বাংলাদেশ-চীনের মধ্যে এক চুক্তি, আট সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫ ৩:৫৫ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও চীন জলবিদ্যুৎ, বন্যা প্রতিরোধ, নদী খনন, পানিসম্পদের উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।

শুক্রবার উভয় দেশ ইয়ারলুং জাংবো-যমুনা নদীর জলবিদ্যুৎ তথ্য বিনিময়সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের অগ্রগতি ইতিবাচকভাবে মূল্যায়ন করে।

বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনে সরকারি সফরে রয়েছেন।

এ সফরের অংশ হিসেবে বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্য, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনঃসংস্কার প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে।

এছাড়া, উভয় দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নীল অর্থনীতিতে সহযোগিতার সুযোগ কাজে লাগানোর বিষয়ে সম্মত হয়েছে।

দুই দেশ সমুদ্রসংক্রান্ত বিষয়ে তথ্য বিনিময় বাড়ানোর পাশাপাশি উপযুক্ত সময়ে সামুদ্রিক সহযোগিতাবিষয়ক নতুন সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র - বাসস

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর