[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, তিস্তা প্রকল্প আলোচনায়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫ ২:২৯ এএম
আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২:৩০ এএম

ফাইল ছবি

বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য চীনের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার বেইজিংয়ে চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং-এর সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের জন্য পঞ্চাশ বছরের একটি মাস্টারপ্ল্যান প্রস্তুতের অনুরোধ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশের শতাধিক নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় কার্যকর পরিকল্পনা প্রয়োজন। বিশেষত, তিস্তা নদী ব্যবস্থার উন্নয়ন এবং ঢাকার আশপাশের নদীগুলোর দূষণ দূরীকরণে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা চীনের উন্নত পানি ও বন্যা ব্যবস্থাপনা কৌশলের প্রশংসা করে বলেন, "বাংলাদেশের নদীগুলো আমাদের জন্য জীবনদাতা, কিন্তু অনিয়ন্ত্রিত হলে বিপর্যয় ডেকে আনতে পারে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধান প্রয়োজন।"

চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং বাংলাদেশের অনুরোধকে স্বাগত জানিয়ে বলেন, "পানি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে চীন ও বাংলাদেশ উভয়ই চ্যালেঞ্জের মুখোমুখি। চীন এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে প্রস্তুত।"

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে চার দিনের সফরে চীনে রয়েছেন, যা দায়িত্ব গ্রহণের পর তার প্রথম দ্বিপাক্ষিক সফর।

সফরকালে তিনি চীনা নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর