[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের শুভেচ্ছা বার্তা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫ ৭:২৯ পিএম

ফাইল ছবি

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তারা বাংলাদেশ-ভারত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে এক শুভেচ্ছা বার্তায় বলেন, “জাতীয় দিবস উপলক্ষে ভারত সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।” তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক বহুমুখী এবং এটি বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সংযোগকে অন্তর্ভুক্ত করে। ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি ও এসএজিএআর মতবাদের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ, যা দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়তা করছে।

অন্যদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বাংলাদেশের জাতীয় দিবসে আমি আপনাকে ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই। এই দিনটি আমাদের যৌথ ইতিহাস ও আত্মত্যাগের স্মারক, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি তৈরি করেছে।”

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করে আসছে এবং পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের প্রতি সংবেদনশীল থেকে এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন ভারতীয় নেতৃবৃন্দ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর