protidinerbangla22@gmail.com মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

গৃহযুদ্ধের মুখে ইসরাইল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫ ১২:৩৩ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

গাজা যুদ্ধের মধ্যেই অভ্যন্তরীণ সংকটের মুখে পড়েছে ইসরাইল। দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বহিষ্কার করার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ ও মতবিরোধ।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার রোনেন বারকে বহিষ্কার করলেও দেশটির হাইকোর্ট আগামী ৮ এপ্রিল পর্যন্ত এই আদেশ স্থগিত করেছে।

তবে নেতানিয়াহু আদালতের এই রায়ের পরও বহিষ্কারাদেশ কার্যকর করতে চাইছেন, যা দেশে আরও অস্থিরতা তৈরি করেছে।

ইসরাইল বিজনেস ফোরাম (আবিএফ) হুঁশিয়ারি দিয়েছে, সরকার যদি হাইকোর্টের রায় মান্য না করে, তবে তারা দেশের অর্থনীতিকে স্থবির করে দেবে। একই সঙ্গে দেশটির প্রধান শ্রমিক ইউনিয়ন হিসতাদ্রুতের নেতা আরমোন বার-ডেভিড ধর্মঘটের হুমকি দিয়েছেন, যদি সরকার আদালতের আদেশ অগ্রাহ্য করে।

এ পরিস্থিতিতে ইসরাইলের সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, শিন বেতের প্রধান ও অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কারের মাধ্যমে নেতানিয়াহুর সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। চ্যানেল ১২-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশের জনগণের মধ্যে গভীর বিভাজন সৃষ্টি হয়েছে, যা নিরসনের পরিবর্তে আরও তীব্র করা হচ্ছে।’

অভ্যন্তরীণ এই সংকট ইসরাইলের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর