[email protected] শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

ফ্রান্সই সন্ত্রাস বিস্তারের প্রধান হাতিয়ার: রাশিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৫ ৭:৪৬ পিএম

ফাইল ছবি

ফ্রান্সকে সন্ত্রাস বিস্তারের অন্যতম প্রধান হাতিয়ার বলে অভিহিত করেছে রাশিয়া।

 দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সম্প্রতি এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার জন্য রাশিয়াকে দায়ী করার পশ্চিমা প্রচেষ্টার জবাবে জাখারোভা বলেন, "ফ্রান্স নিজেই সন্ত্রাসীদের বিস্তারের হাতিয়ার হয়ে উঠেছে।" তিনি আরও বলেন, "সন্ত্রাসবাদ কখন, কোথায় এবং কারা সংঘটিত করছে তা নির্বিশেষে, মস্কো সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আসছে।"

এদিকে, ইরানের পারমাণবিক আলোচনায় চীনের উপস্থিতিকে অপরিহার্য বলে উল্লেখ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তেহরানকে একটি চিঠি পাঠিয়েছেন। যদিও তিনি নিজেই তার প্রথম মেয়াদে ইরানের পারমাণবিক চুক্তি, যা জেসিপিওএ নামে পরিচিত, তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে জাখারোভা বলেন, "জেসিপিওএ-এর ভবিষ্যৎ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বহুপাক্ষিক সমাধান রাশিয়া ও চীনের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। আর বাইরের কোনো শক্তি এই বিষয়ে তাদের নির্দেশ দিতে পারবে না।" তিনি আরও জানান, ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য মস্কো সবসময় প্রস্তুত।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোর নেতারা বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউরোপে রাশিয়ার সম্পদ জব্দ থাকবে। পাশাপাশি, মস্কো যদি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ইইউ-এর ২৭টি সদস্য রাষ্ট্রের নেতারা তাদের বিবৃতিতে ইউক্রেনের প্রতি "দৃঢ় সমর্থন" পুনর্ব্যক্ত করে বলেছেন, ইউক্রেনকে সামরিক, আর্থিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে।

এদিকে, ইউক্রেন সংকট নিরসনে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা আগামী ২৪ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় ১৭৫ জন রুশ সৈন্যকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাদের রাশিয়ায় ফিরিয়ে আনা হয়েছে। একইভাবে, রাশিয়াও ১৭৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি এবং গুরুতর আহত ২২ জন ইউক্রেনীয় সৈন্যকে কিয়েভের কাছে হস্তান্তর করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর