মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫,৩০,০০০ অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।
কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের পূর্বে বৈধ বলে গণ্য করা হয়েছিল, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসমস্ত অভিবাসীকে অবৈধ বলে ঘোষণা করা হবে।
স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আমলে চালু হওয়া দুই বছরের ‘প্যারোল’ (সাময়িক প্রবেশাধিকার) কর্মসূচি বন্ধ হয়ে যাবে, যা স্থানীয় স্পনসর থাকার শর্তে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিত।
ট্রাম্প প্রশাসন পূর্ব থেকেই অভিবাসননীতিতে কঠোর অবস্থান গ্রহণ করে আসছে। ট্রাম্পের দাবি, বাইডেন প্রশাসনের চালু করা প্যারোল কর্মসূচি ফেডারেল আইন লঙ্ঘন করেছে এবং এ কারণে ২০ জানুয়ারির নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ প্রদান করা হয়।
এর পাশাপাশি, গত ৬ মার্চ ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষিতে প্রায় ২,৪০,০০০ ইউক্রেনীয় প্যারোল মর্যাদা বাতিল করা হবে কিনা, সে বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন সিদ্ধান্তের ফলে প্রায় ৫ লাখ অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার ক্ষেত্রে নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারেন।
তবে, তাদের মধ্যে কারা ইতোমধ্যে অন্য কোনো আইনি মর্যাদা বা সুরক্ষা পেয়েছেন, তা স্পষ্ট নয়।
ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে অভিবাসীদের দ্রুত নির্বাসনের প্রক্রিয়া সহজ হয়ে যাবে।
গত জানুয়ারিতে কার্যকর হওয়া ট্রাম্প প্রশাসনের নীতিমালা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে দুই বছরের কম সময় বসবাসরত নির্দিষ্ট অভিবাসীদের ক্ষেত্রে দ্রুত নির্বাসন (এক্সপেডাইটেড রিমুভাল) প্রক্রিয়া চালু করা হয়েছিল।
এসআর
মন্তব্য করুন: