[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা: ৫১ বাংলাদেশিকে আটক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৫ ৪:৩০ পিএম

সংগৃহীত ছবি

ভুয়া হোটেল বুকিং ও নকল কাগজপত্র ব্যবহার করে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করার অভিযোগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানায়, বৃহস্পতিবার (২০ মার্চ) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ৬৭ জনের মধ্যে অস্বাভাবিক আচরণ ও চলাফেরা লক্ষ্য করা হয়ে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়।

প্রতিবেদন অনুসারে, আটকদাতা ব্যক্তিরা ইমিগ্রেশন চেক এড়ানোর জন্য ভুয়া হোটেল বুকিং ও নকল কাগজপত্র ব্যবহার করেছিলেন। এমনকি এক ব্যক্তি পালানোর চেষ্টা করলেও কর্তব্যরত কর্মকর্তারা তাকে ধরে ফেলেন।

আটকের সময় কিছু সন্দেহভাজন স্বীকার করেন, তাঁদের আসল উদ্দেশ্য ছিল মালয়েশিয়ায় চাকরি খোঁজা।

আটকাদারদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ আটক করে দ্রুত তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর