protidinerbangla22@gmail.com বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

৪৮ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৭০ ফিলিস্তিনি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫ ৯:৫৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবার প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর পর্যন্ত গাজায় চলমান সংঘাতে মোট প্রাণহানি ৪৮,৫৭৭ জনে পৌঁছায়। বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৫৪৭ জনে।

সোমবার রাত থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী, যা চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।

জানুয়ারি মাসে স্বাক্ষরিত এই চুক্তির পর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, জাতিসংঘের গাজায় অবস্থিত একটি কার্যালয়েও বুধবার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

এতে সংস্থাটির অন্তত একজন বিদেশি কর্মী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর