[email protected] শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

রয়টার্সের প্রতিবেদন

বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত, সুযোগ নিচ্ছে চীন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫ ৩:৩৯ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫ ৩:৪০ পিএম

ফাইল ছবি

বর্তমানে ভারতের তরফ থেকে বাংলাদেশিদের চাহিদামাফিক বা স্বাভাবিক মেডিকেল ভিসা প্রদান করা হচ্ছে না।

এ পরিস্থিতিতে, চীন এগিয়ে এসে একই ধরনের সুবিধার প্রস্তাব রাখছে।

বাংলাদেশের চারটি সূত্রের একজন (নাম প্রকাশ না করার শর্তে) জানান, “যখন কোনো দেশে শূন্যতা তৈরি হবে, তখন অন্য দেশ সেই স্থান পূরণ করবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে কিছু বাংলাদেশি নাগরিক থাইল্যান্ড ও চীন যাত্রা করছেন। সূত্র অনুসারে, আগস্ট মাস থেকে ভারতের প্রতি কর্মদিবসে মেডিকেল ভিসা ইস্যুর সংখ্যা এক হাজারেরও কম, যেখানে পূর্বে এটি পাঁচ থেকে সাত হাজারের মধ্যে থাকতো।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটার পেছনে উল্লেখযোগ্য ঘটনা ছিল, শেখ হাসিনার অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতাগ্রহণ করা, যা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের খারাপ প্রভাব ফেলেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর