[email protected] শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আলোচনা হয়নি: তৌহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫ ১২:৫৯ এএম

ফাইল ছবি

শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (১৫ মার্চ) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারত চলে যান।

এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকায়, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে বলে অন্তর্বর্তী সরকার একাধিকবার জানিয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করে তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর