[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

চারদিনের সফরে ঢাকা পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫ ৭:১১ পিএম

ফাইল ছবি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সফরকালে তিনি বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং রোহিঙ্গা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়ন ও জাতিসংঘ-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

শুক্রবার সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন গুতেরেস।

পরে সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তার বৈঠক নির্ধারিত রয়েছে।

বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম তাকে স্বাগত জানাবেন।

কক্সবাজারে তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং শিবিরের বিভিন্ন সুবিধা পরিদর্শন করবেন।

শনিবার ঢাকায় ফিরে তিনি জাতিসংঘ ভবন পরিদর্শন করবেন, জাতিসংঘ-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং জাতিসংঘ কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে সংস্কার প্রক্রিয়া নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন এবং তরুণ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের পর, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আয়োজনে এক ইফতার ও নৈশভোজে অংশ নেবেন গুতেরেস।

রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর