[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

পাকিস্তানে ট্রেনে জঙ্গি হামলা, ২০ সেনা নিহত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫ ১:৩২ এএম

ফাইল ছবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান জেলার মুশকাফ এলাকায় ‘জাফর এক্সপ্রেস’ নামের একটি ট্রেনে হামলা চালিয়েছে বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) সশস্ত্র সদস্যরা।

তারা ট্রেনের যাত্রীদের জিম্মি করে নিয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনীর অভিযান চলাকালে অন্তত ২০ সেনা নিহত হয়েছে।

জঙ্গি সংগঠনটি দাবি করেছে, তাদের প্রতিরোধের মুখে স্থল সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে, তবে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে হামলা চালানো হচ্ছে।

মঙ্গলবার কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারের উদ্দেশে যাত্রা করা ট্রেনটি হামলার শিকার হয়। বিএলএ জানিয়েছে, তারা নারী, শিশু ও বৃদ্ধদের ছেড়ে দিয়েছে এবং বর্তমানে ১৮২ জনকে জিম্মি করে রেখেছে, যাদের মধ্যে সেনা, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ওই এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। উদ্ধারকাজ চালাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি।

এদিকে, বেলুচ লিবারেশন আর্মি হুঁশিয়ারি দিয়েছে, যদি সেনাবাহিনী ড্রোন বা হেলিকপ্টার থেকে হামলা বন্ধ না করে, তাহলে জিম্মিদের মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হবে। সংগঠনটির মুখপাত্র জিয়ান্দ বেলুচ জানিয়েছেন, কোনো সামরিক অভিযানের কঠোর জবাব দেওয়া হবে।

বেলুচিস্তানের রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, মুশকাফ এলাকায় ট্রেনটি হামলার শিকার হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থান করায় উদ্ধার কার্যক্রমে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর