গত এক দশকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের সীমান্ত এলাকায় কমপক্ষে ৩০৫ জন নাগরিক প্রাণ হারিয়েছেন, আর আহত হয়েছেন অন্তত ২৮২ জন।
সোমবার (১০ মার্চ) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এইচআরএসএসের তথ্যমতে, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিএসএফের গুলিতে বিভিন্ন সময়ে বহু বাংলাদেশি নিহত হয়েছেন।
২০২৪ সালেই সীমান্তে বিএসএফ কর্তৃক ৫৭টি হামলার ঘটনা ঘটে, আর ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ১৫টি হামলায় ৪ জন নিহত, ১০ জন আহত ও ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় আরও ৩ বাংলাদেশি প্রাণ হারান।
সংগঠনটি সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় আনতে বাংলাদেশ ও ভারতের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।
মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, "সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে হবে।"
তিনি আরও বলেন, সীমান্ত ব্যবস্থাপনায় মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের নীতিমালা মেনে চলতে হবে, যেন সীমান্ত হত্যা অবসান ঘটে।
এসআর
মন্তব্য করুন: