[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৫ ৪:৩৮ পিএম
আপডেট: ০৮ মার্চ ২০২৫ ৪:৪৭ পিএম

ফাইল ছবি

পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে গুলির ঘটনায় আল-আমিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) ভোরে সদর উপজেলার কাজীরহাটের উত্তর তালমা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্যমতে, শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় আল-আমিন সীমান্তের কাছাকাছি গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে তার মরদেহ সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

পরিস্থিতি সম্পর্কে জানতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর