জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়নকর্মী, সুশীল সমাজ কর্মী ও মানবাধিকার রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ সংস্থাটি মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারসহ আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা সুরক্ষিত কর্মকাণ্ডের ভিত্তিতে এসব মামলার সমাপ্তি দাবি করেছে।
ওএইচসিএইচআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সংঘটিত বিক্ষোভ সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে তথ্য অনুসন্ধান করা হয়েছে।
এতে নিরাপত্তা বাহিনীর বেআইনি নজরদারি বন্ধ, সাংবাদিক ও নাগরিক সমাজের কর্মীদের সুরক্ষা এবং প্রতিশোধমূলক সহিংসতা রোধের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
জাতিসংঘ বাংলাদেশ সরকারকে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র বন্ধের পরামর্শ দিয়েছে এবং নিরাপত্তা সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের অস্পষ্ট বিধান সংশোধনের সুপারিশ করা হয়েছে, যা নিয়ন্ত্রণহীন নজরদারির ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ওএইচসিএইচআর বিশেষভাবে সাইবার নিরাপত্তা আইন ২০২৩, অফিসিয়াল সিক্রেসি আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং দণ্ডবিধির মানহানি সংক্রান্ত বিধানগুলোর প্রয়োগ স্থগিতের আহ্বান জানিয়েছে, যা সমালোচনামূলক প্রতিবেদন ও মতপ্রকাশের স্বাধীনতার উপর বাধা সৃষ্টি করতে পারে।
জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের আইন সংশোধন করা প্রয়োজন, যাতে এটি প্যারিস নীতিমালা অনুযায়ী কাজ করতে পারে এবং জনসাধারণের আস্থা অর্জন করতে পারে।
একই সঙ্গে, কমিশনের সদস্য নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: