[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন নিয়ে সতর্ক করেছিল জাতিসংঘ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৫ ২:৫৫ এএম
আপডেট: ০৭ মার্চ ২০২৫ ২:৫৬ এএম

ফাইল ছবি

আন্দোলন দমনে হস্তক্ষেপ করলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছিল।

আন্দোলন দমনে হস্তক্ষেপ করলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছিল

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‘হার্ডটক’ অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানের উপস্থাপক স্টিফেন স্যাকুরের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আমি সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে, যদি তারা দমন-পীড়নে জড়ায়, তবে তাদের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ ঝুঁকিতে পড়বে।"

বিবিসির ২২ মিনিট ৫৭ সেকেন্ডের এই পর্বটি বুধবার সম্প্রচারিত হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর