ফেব্রুয়ারি মাসে দেশে প্রায় ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স এসেছে।
দৈনিক গড়ে ১ হাজার ১১০ কোটি টাকার বেশি। রোববার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে বৈধপথে দেশে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার ৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।
এর আগে বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারি মাসে এত বেশি পরিমাণ প্রবাসী আয় আসেনি। পাশাপাশি, এবারের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১,৮৪৯ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩.৮০ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১,৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স বিশ্লেষণে দেখা যায়,
বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, প্রবাসী আয় বৃদ্ধির এ ধারা বজায় থাকলে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে।
এসআর
মন্তব্য করুন: