[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সুরক্ষিত, বিজিবির সক্ষমতা বাড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৫ ১:০৬ এএম

ফাইল ছবি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তবে তিনি স্বীকার করেন, সীমান্ত এলাকায় আরাকান আর্মির উপস্থিতির কারণে কিছু অনিশ্চয়তা রয়েছে, যা ভবিষ্যতে কী রূপ নেবে, তা বলা কঠিন।

শনিবার (১ মার্চ) কক্সবাজারের উখিয়ায় নবসৃজিত ৬৪ বিজিবি ব্যাটালিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সীমান্ত নিরাপত্তা ও বিজিবির সক্ষমতা বৃদ্ধি

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “৬৪ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে আরও চারটি ব্যাটালিয়ন যুক্ত হওয়ায় সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা কিছুটা বেড়েছে। পার্শ্ববর্তী দেশের তুলনায় বিজিবির শক্তি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও জানান, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি মাদক প্রবেশ করে, পাশাপাশি রোহিঙ্গা সংকটও রয়েছে। নতুন ব্যাটালিয়ন এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” প্রয়োজনে আরও নতুন ব্যাটালিয়ন গঠনের আশ্বাসও দেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর