বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১ মার্চ) কক্সবাজারের উখিয়ায় নবসৃজিত ৬৪ বিজিবি ব্যাটালিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “৬৪ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে আরও চারটি ব্যাটালিয়ন যুক্ত হওয়ায় সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা কিছুটা বেড়েছে। পার্শ্ববর্তী দেশের তুলনায় বিজিবির শক্তি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও জানান, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি মাদক প্রবেশ করে, পাশাপাশি রোহিঙ্গা সংকটও রয়েছে। নতুন ব্যাটালিয়ন এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” প্রয়োজনে আরও নতুন ব্যাটালিয়ন গঠনের আশ্বাসও দেন তিনি।
এসআর
মন্তব্য করুন: