[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২

দ্বিতীয় পর্যায়ের অগ্রগতি নেই, গাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মার্চ ২০২৫ ৪:১৫ পিএম

ফাইল ছবি

অবরুদ্ধ গাজায় ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হলেও, দ্বিতীয় পর্যায়ের বিষয়ে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

মধ্যস্থতাকারী দেশগুলোর তৎপরতা অব্যাহত থাকলেও নতুন চুক্তি বাস্তবায়নের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মিশরের রাজধানী কায়রোতে ইসরাইল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারী দলগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে নিবিড় আলোচনা চলছে। কয়েক মাসের আলোচনার পর প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হলেও, দ্বিতীয় ধাপের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেছেন, ‘যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তি অবশ্যই বজায় রাখতে হবে। এই চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করতে উভয় পক্ষের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজন।’

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ গাজা যুদ্ধের দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহেই মধ্যপ্রাচ্যে সফর করবেন বলে জানা গেছে।

পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন কায়রোর আলোচনার দিকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর