জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন এবং কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন।
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গরোববার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের দূত এ তথ্য প্রকাশ করেন।
বৈঠকে তারা রোহিঙ্গা সংকট, এর সমাধানের সম্ভাব্য উপায় এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে শরণার্থী শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গার জন্য নতুন দাতা সংস্থাগুলোর সম্পৃক্ততার বিষয়ে আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস জানান, জাতিসংঘ চলতি বছরের শেষের দিকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে।
তিনি এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে এ সম্মেলনে মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মালয়েশিয়া ও ফিনল্যান্ড যৌথভাবে এ সম্মেলনের সহযোগী হতে সম্মত হয়েছে।’
অধ্যাপক ইউনূস গৃহযুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে মানবিক সংকট লাঘব এবং মিয়ানমারের পশ্চিমাঞ্চল থেকে পালিয়ে আসা নতুন শরণার্থীদের প্রবাহ রোধে জাতিসংঘের বিশেষ দূতের সহায়তা চান।
বৈঠকে, মার্কিন পররাষ্ট্রনীতির নতুন দিকনির্দেশনার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও আন্তর্জাতিক দাতা সংগ্রহের বিষয়েও আলোচনা হয়।
বিশপ রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনকে ব্যাপকভাবে সফল করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এ সম্মেলনটি দীর্ঘমেয়াদী সংকটের টেকসই সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
এসআর
মন্তব্য করুন: